************* ছন্দ মেনে কবিতাঃ ৪১***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  অকবিতা  

কবিঃ  আর্যতীর্থ

প্রকাশিত তারিখঃ ২৫/০৮/২০১৮ (আজ)
*** কবি ২ বছর ৩ মাস  হল বাংলা-কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ৭৯৭টি   কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

বাইরে বৃষ্টি হাতে অবকাশ, কবিতা আসাই স্বাভাবিক,
ছন্দ তবুও অঘোরে ঘুমিয়ে, কথারা দেয়না সাড়া ঠিক।
বিষয় খুঁজছি চারদিকে চেয়ে, খাতা ফাঁকা ঘন বর্ষায়,
হয়তো কবিতা ছেলেবেলা ফিরে ‘ রেনি ডে’ কারণ দর্শায়।

কবিতার এই অদ্ভুত রোগ, বলে কয়ে যায় আসেনা,
ব্যস্ততাভিড়ে গায়ে ঢলে পড়ে, খালিমন ভালোবাসে না।
প্রেমকে এড়িয়ে দুঃখ বাড়িয়ে বিরহকে ধরে চলবে
গোঁসাঘরে খিল ইচ্ছেতে খুলে দুম করে কথা বলবে।

আজকে বাইরে ভিজছে শহর  বৃষ্টিফোঁটার সোহাগে,
ভেতরে মান্না মনকে সাজান ইমন ললিত বেহাগে
এই তো সময় কবিতা খোঁজার ছন্দে শব্দ মিলিয়ে
‘সন্ধান চাই’ প্যামফ্লেট দিই সময়ের হাতে বিলিয়ে।

কবিরা বড্ড ভিখিরির জাত, পংক্তির লোভাতুর,
শব্দ এবং ছন্দের খোঁজে আজীবন ঘুরঘুর।
দেমাকী কবিতা খুব ভালো জানে আমার এ মাধুকরী
সপাটে কপাট বন্ধ করেছে, যত তার পায়ে ধরি।

আজ তাই আর হোলো না কবিতা, বৃষ্টিও বৃথা গেলো
খামোখা কলম লিখে চলে তবু  অকবিতা এলোমেলো।

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

বাইরে বৃষ্টি /হাতে অবকাশ,/ কবিতা আসাই/ স্বাভাবিক,=৬/৬/৬/৪
ছন্দ তবুও /অঘোরে ঘুমিয়ে, /কথারা দেয় না /সাড়া ঠিক।=৬/৬/৬/৪
বিষয় খুঁজছি /চারদিকে চেয়ে, /খাতা ফাঁকা ঘন/ বর্ষায়,=৬/৬/৬/৪
হয়ত কবিতা /ছেলেবেলা ফিরে /‘ রেনি ডে’ কারণ/ দর্শায়।=৬/৬/৬/৪

কবিতার এই/ অদ্ভুত রোগ, /বলে কয়ে যায় /আসে না,=৬/৬/৬/৩
ব্যস্ততা-ভিড়ে /গায়ে ঢলে পড়ে,/ খালিমন ভালো/বাসে না।=৬/৬/৬/৩
প্রেমকে এড়িয়ে/ দুঃখ বাড়িয়ে /বিরহকে ধরে/ চলবে=৬/৬/৬/৩
গোঁসাঘরে খিল/ ইচ্ছেতে খুলে /দুম করে কথা /বলবে।=৬/৬/৬/৩

আজকে বাইরে/ ভিজছে শহর / বৃষ্টিফোঁটার /সোহাগে,=৬/৬/৬/৩
ভেতরে মান্না/ মনকে সাজান /ইমন ললিত /বেহাগে=৬/৬/৬/৩
এই তো সময়/ কবিতা খোঁজার/ ছন্দে শব্দ/ মিলিয়ে=৬/৬/৬/৩
‘সন্ধান চাই’/ প্যামফ্লেট দিই /সময়ের হাতে/ বিলিয়ে।=৬/৬/৬/৩

কবিরা বড্ড/ ভিখিরির জাত,/ পঙক্তির লোভা/তুর,=৬/৬/৬/৩
শব্দ এবং /ছন্দের খোঁজে /আজীবন ঘুর/ঘুর।=৬/৬/৬/২
দেমাকী কবিতা /খুব ভালো জানে/ আমার এ মাধু/করী=৬/৬/৬/২
সপাটে কপাট /বন্ধ করেছে, /যত তার পায়ে/ ধরি।=৬/৬/৬/২

আজ তাই আর /হল না কবিতা,/ বৃষ্টিও বৃথা /গেল=৬/৬/৬/২
খামোখা কলম/ লিখে চলে তবু / অকবিতা এলো/মেলো।=৬/৬/৬/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দরীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২-৪ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২-৩-৪ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক-৫ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১৮ টি। প্রতি স্তবকের সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।  
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- এটি ‘অকবিতা’ নয়, এটি এই আসরের একটি উত্তম কবিতা।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- কবিতামূলক  
গ)কবিতার নামকরণ পরিবর্তন যোগ্য; ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।