************* ছন্দ মেনে কবিতাঃ ৬***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  গোধূলিবেলা
কবিঃ  মুহাম্মদ রেজাউল ইসলাম
প্রকাশিত তারিখঃ ২১/০৪/২০১৮
*** কবি বাংলা-কবিতায় নতুন যোগ দিয়েছেন। কবি আজ পর্যন্ত ১৪টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

গোধূলির বেলা এই তো শুরু লালে লাল ধরাময়।
ধরণীর বুকে দিন সমাপন আঁধার করিবে জয়।।
পশ্চিমে চলে সাদা কালো মেঘ অসীমের সীমানায়।
ধরা বুকে জানি কত কিছু হেথা দেখিবারে ছলনায়।।

বিহগ বিহগী আপনার টানে কূলায় ফিরেছে দল।
কিচিমিচি সুর সারাটা গগন মুখরিত ধরা তল।।
ফিরেছে কৃষাণ ঘর আপনার সাথে গবাদির পাল।
ধুলি একাকার ফসলের মাঠ দিকে দিকে সারা লাল।।

তরী খেয়া ঘাট লোক সমাগম দিনের যাত্রা শেষ।
কুলকুলে ঢেউ বহিছে পবণ হৃদয়ে লাগে তা বেশ।।
আল্লাহ রসুল জয় ধ্বনি সব তটনি দেবে তো পার।
সহায় আছেন সর্ব সদাই- সাধ্য আছে বা কার।।

স্নান সমাপন, গাঁয়ের বধূ ঘরে ফিরে বাঁধি দল।
ঘোমটা মাথায় দ্রুত গতি পায় ঘড়া ভরা কাঁখে জল।।
কাননে কুশুম নানা রং তার কাহারো বিদায় দিন।
কেহবা আবার হাসি ভরা মুখ ভ্রমর বাজায়ে বীণ।।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

গোধূলির বেলা /এই তো শুরু /লালে লাল ধরা/ময়। =৬/৬/৬/২
ধরণির বুকে /দিন সমাপন/ আঁধার করিবে/ জয়।।=৬/৬/৬/২
পশ্চিমে চলে /সাদা-কালো মেঘ /অসীমের সীমা/নায়।=৬/৬/৬/২
ধরা বুকে জানি /কত কিছু হেথা/ দেখিবারে ছল/নায়।।=৬/৬/৬/২


বিহগ বিহগী /আপনার টানে/ কূলায় ফিরেছে/ দল।=৬/৬/৬/২
কিচিমিচি সুর /সারাটা গগন/ মুখরিত ধরা /তল।।=৬/৬/৬/২
ফিরেছে কৃষাণ/ ঘর আপনার /সাথে গবাদির /পাল।=৬/৬/৬/২
ধূলি একাকার/ ফসলের মাঠ/ দিকে দিকে সারা /লাল।।=৬/৬/৬/২

তরী খেয়া ঘাট /লোক সমাগম /দিনের যাত্রা /শেষ।=৬/৬/৬/২
কুলকুলে ঢেউ/ বহিছে পবন /হৃদয়ে লাগে তা /বেশ।।=৬/৬/৬/২
আল্লাহ রসুল /জয়ধ্বনি সব/ তটনি দেবে তো /পার।=৬/৬/৬/২
সহায় আছেন/ সর্ব সদাই- /সাধ্য আছে বা /কার।।=৬/৬/৬/২

স্নান সমাপন, /গাঁয়ের বধূ/ ঘরে ফিরে বাঁধি/ দল।=৬/৬/৬/২
ঘোমটা মাথায় /দ্রুতগতি পায়/ ঘড়া ভরা কাঁখে /জল।।=৬/৬/৬/২
কাননে কুসুম /নানা রং তার/ কাহারো বিদায় /দিন।=৬/৬/৬/২
কেহবা আবার/ হাসি ভরা মুখ /ভ্রমর বাজায়ে /বীণ।।=৬/৬/৬/২

** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব-২ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক-৪ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১৬ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- প্রকৃতিমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  পাল্টাতে হবে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- দু-একটি ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।