************* ছন্দ মেনে কবিতাঃ ৪৩***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  শিশুতোষ
কবিঃ  কবীর হুমায়ূন
প্রকাশিত তারিখঃ ২৯/০৮/২০১৮
*** কবি ৬ বছর হল বাংলা কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ১৩১৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
প্রেমের কবিতা লিখতে লিখতে ক্লান্ত হয়েছো কবি,
এবার শিশুর কবিতা লিখো হে, শিশুতোষ ছায়াছবি।
আজিকার শিশু অনাদরে বাড়ে, প্রেমহীন ছায়াতলে,
দাদু-নানুদের গল্পকথার মাধুরী উঠে না দুলে।
কাজের বুয়ার কর্কশ কথা শিশুদের মনে মনে
অজানিত ভয় দোল খেয়ে যায় অতীব সঙ্গোপনে।
পরিবারে থেকেও শিশুরা এখন সঙ্গীবিহীন চলে,
টিভি ও নেটের জগতের মাঝে আবোলতাবোল বলে।
শিশুরা এখন একা একা থাকে, তাদের সঙ্গী হও,
ছড়া-কবিতায়, গল্প লেখায় শিশুদের কথা কও।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

প্রেমের কবিতা /লিখতে লিখতে /ক্লান্ত হয়েছো /কবি,=৬/৬/৬/২
এবার শিশুর /কবিতা লিখো হে,/ শিশুতোষ ছায়া/ছবি।=৬/৬/৬/২
আজিকার শিশু /অনাদরে বাড়ে, /প্রেমহীন ছায়া/তলে,=৬/৬/৬/২
দাদু-নানুদের/ গল্পকথার /মাধুরী উঠে না /দুলে।=৬/৬/৬/২
কাজের বুয়ার /কর্কশ কথা/ শিশুদের মনে/ মনে=৬/৬/৬/২
অজানিত ভয় /দোল খেয়ে যায় /অতীব সঙ্গো/পনে।=৬/৬/৬/২
পরিবারে থেকেও/ শিশুরা এখন/ সঙ্গীবিহীন/ চলে,=৬/৬/৬/২
টিভি ও নেটের /জগতের মাঝে/ আবোলতাবোল /বলে।=৬/৬/৬/২
শিশুরা এখন/ একা একা থাকে,/ তাদের সঙ্গী /হও,=৬/৬/৬/২
ছড়া-কবিতায়, /গল্প লেখায় /শিশুদের কথা /কও।=৬/৬/৬/২

** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কোনো পরিমার্জন করা হয় নি।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক-১ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব- শিশুসুলভ কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- খুব ভালো
খ) কবিতার শ্রেণি- শিশু ভাবনা মূলক  
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান-  ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।