************* ছন্দ মেনে কবিতাঃ ৪২***************
***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ তবুও তো সুর এসেছে
কবিঃ পল্লব আশফাক
প্রকাশিত তারিখঃ ২১/০৮/২০১৮
*** কবি ৮ বছর ৯ মাস হল বাংলা-কবিতায় আছেন। কবি আজ পর্যন্ত ৯৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন। কবি আমাদের এই আসরের এডমিন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
অবেলায় সুর এসেছে
সে সুরের মূর্ছনা দূর বহুদূর ভেসেছে
বিরহের গান নেই, তবুও তো সুর এসেছে ।।
আনমনা লয়ে তার ভাষাহীন কথা
বুঝি না কিছুই আমি
তবু তার কী যে আকুলতা!
তোমার হারানো স্মৃতি সংগোপনে
কাঁদাবে বলেই সেই সুরে মিশেছে ।।
স্মৃতির আড়ালে স্মৃতি, কিছু ছবি তার
সময়ের ধুলো ঝেড়ে জেগেছে আবার!
আমাকেও পিছু টেনে ফেলে আসা বাঁকে
অচেনা সুরের মাঝে
ফেরালো সে পুরানো তোমাকে।
আবারো সে চোখ ও হাসির আবেশে
শূন্যতাকেই মন ভালোবেসেছে ।।
*কবি উল্লেখিত ছন্দ: মাত্রাবৃত্ত, পূর্ণপর্ব: ৪, অপূর্ণপর্ব: ১, ২
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
অবেলায় /সুর এসে/ছে=৪/৪/১
সে সুরের /মূর্ছনা /দূর বহু/দূর ভেসে/ছে=৪/৪/৪/৪/১
বিরহের/ গান নেই,/ তবুও তো /সুর এসে/ছে ।।=৪/৪/৪/৪/১
আনমনা /লয়ে তার /ভাষাহীন/ কথা=৪/৪/৪/২
বুঝি না কি/ছুই আমি=৪/৪
তবু তার /কী যে আকু/লতা!=৪/৪/২
তোমার হা/রানো স্মৃতি/ সংগোপ/নে=৪/৪/৪/১
কাঁদাবে ব/লেই সেই /সুরে মিশে/ছে ।।=৪/৪/৪/১
স্মৃতির আ/ড়ালে স্মৃতি, /কিছু ছবি /তার=৪/৪/৪/২
সময়ের /ধুলো ঝেড়ে /জেগেছে আ/বার!=৪/৪/৪/২
আমাকেও/ পিছু টেনে /ফেলে আসা /বাঁকে=৪/৪/৪/২
অচেনা সু/রের মাঝে=৪/৪
ফেরালো সে/ পুরানো তো/মাকে।=৪/৪/২
আবারো সে/ চোখ ও হা/সির আবে/শে=৪/৪/৪/১
শূন্যতা/কেই মন /ভালোবেসে/ছে ।।=৪/৪/১
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কোনো পরিমার্জন করার প্রয়োজন হয় নি।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ২ মাত্রা।
গ) পর্ব- ৪,১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১,২ মাত্রা।
ঘ) চরণ-২-৫ পর্বের
ঙ) স্তবক-৪ টি
চ) মিল- পদান্তিক, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম।
ছ) পঙক্তি – ১৫ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক নয়।
জ) লয় - মধ্যম।
ঝ) বিশেষত্ব- এটি গানের কবিতা বা গীতি কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো। গানের কবিতার সব বৈশিষ্ট্য মেনে লেখা। এটি একটি উত্তম গানের কবিতা।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- বিরহমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- খুব ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ খুব ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।