************* ছন্দ মেনে কবিতাঃ ৩৮***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  আগস্ট এলে  
কবিঃ ডাঃ জিএম শাহিদুল ইসলাম
প্রকাশিত তারিখঃ ১৩/০৮/২০১৮ (আজ)
***কবি ১ বছর ২ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৬৪টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।  
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

কাঁদো কাঁদো বাঙালি আজ
রক্ত মেখে গায়-
স্মৃতির পাতা কড়ানাড়ে
দিন যে চলে যায়।

আকাশ বাতাস গগন কাঁদে
কাঁদে পাহাড় বন-
পাষাণ ঘাতক বুঝলিনা রে
ভালো নেতার মন।

জন্ম হলো টুঙ্গিপাড়া
ছোট্ট গাঁয়ের নীড়-
মুক্তিপাগল ছিলো বলে
লোকে করে ভিড়।

মহান নেতার জন্য আমার
কাঁদে শুধু মন-
আর কি পাবো বলো ফিরে
এমন মহাজন।

আগস্ট এলে স্মরণ করি
মুজিব-মুজিব ঐ
বাকি দিনে মুজিব ছাড়া
ফুটে মিথ্যে খই !


****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

কাঁদো কাঁদো /বাঙালি আজ=৪/৪
রক্ত মেখে /গায়-=৪/১
স্মৃতির পাতা /কড়া নাড়ে=৪/৪
দিন যে চলে /যায়।=৪/১

আকাশ বাতাস/ গগন কাঁদে=৪/৪
কাঁদে পাহাড়/ বন-=৪/১
পাষাণ ঘাতক/ বুঝলিনা রে=৪/৪
ভালো নেতার /মন।=৪/১

জন্ম হল /টুঙ্গিপাড়া=৪/৪
ছোট্ট গাঁয়ের /নীড়-=৪/১
মুক্তিপাগল /ছিল বলে=৪/৪
লোকে করে /ভিড়।=৪/১

মহান নেতার /জন্য আমার=৪/৪
কাঁদে শুধু /মন-=৪/১
আর কি পাব /বলো ফিরে=৪/৪
এমন মহা/জন।=৪/১


আগস্ট এলে /স্মরণ করি=৪/৪
মুজিব-মুজিব /ওই=৪/১
বাকি দিনে /মুজিব ছাড়া=৪/৪
ফুটে মিথ্যে /খই ! =৪/১

** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক। খ#ঘ  
ছ) পঙক্তি – ১০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  দেশনেতার উপলক্ষে।
ঞ) মন্তব্য- ভালো।  
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি-বিষয়মূলক    
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।