************* ছন্দ মেনে কবিতাঃ ৩৬***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ –পয়ার)*****
কবিতাঃ ইচ্ছেপরী
কবিঃ বৃষ্টি মন্ডল
প্রকাশিত তারিখঃ ০২/০৮/২০১৮ (আজ)
***কবি ১ বছর ২ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১০৫টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
ইচ্ছেরা হাসে ইচ্ছেরা ভাসে...
ডানা মেলে উড়ে যায় অলীক আকাশে।
এ যেন ইচ্ছেপরী নদী বইছে অতি
পারিজাত কুসুম দোলায় মতি ।
কত রাত আসে গভীর বাতায়নে
কি যেন বলে যায় কানে কানে।
কত যে হাসি-ব্যেথার মাঝে আছে লুকিয়ে ইচ্ছেপরী তাই অচীন দেশে যায় হারিয়ে ।
একটি মনের ইচ্ছে অনেক যত স্বপ্ন আবেশ
মেঘ-আলো-ছায়া ঝাপসা-কুয়াশা মনে প্রশ্ন অশেষ ।
বেখেয়ালি মনে ভাবনা যত আঁকে
রামধনু রঙ মাখে চোরা গলির বাকে
আজকে হাওয়ায় ইচ্ছেপরী মেলেছ ডানা
কাল কী হবে তা নাইকো জানা.......
ছন্নছাড়া ইচ্ছেপরীর নেই কো তুলনা
মন পাখি খুঁজে ফেরে ভালোবাসার ঠিকানা।
ইচ্ছেরা হাসে ইচ্ছেরা কাঁদে ইচ্ছেরা ভাসে
ইচ্ছেপরী বেপরোয়া হয়ে ধেয়ে আসে ......।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
আমার ইচ্ছেরা হাসে, সব ইচ্ছে ভাসে-=৮/৬
ডানা মেলে উড়ে যায় অলীক আকাশে।=৮/৬
এখানেতে ইচ্ছেপরী নদী বয় অতি=৮/৬
পারিজাত কুসু্মেতে দোলে মন-মতি ।=৮/৬
কত রাত আসে যায় গাঢ় বাতায়নে=৮/৬
কি যেন সে বলে যায় মোর কানে কানে!=৮/৬
কত যে হাসি-ব্য থায় আছি যে লুকিয়ে=৮/৬
ইচ্ছেপরী তাই আজ দূরেতে হারিয়ে ।=৮/৬
একটি মনের ইচ্ছা স্বপন আবেশ =৮/৬
মেঘ-আলো-ছায়া সাথে কুয়াশা অশেষ ।=৮/৬
বেখেয়ালি মনে যত ভাবনায় আঁকে=৮/৬
রামধনু রঙ মাখে চোরাগলি বাঁকে=৮/৬
আজ হাওয়া ইচ্ছেপরী মেলেছে যে ডানা=৮/৬
কাল কী বা হবে তার নাই আজ জানা!=৮/৬
ছন্নছাড়া ইচ্ছেপরী নেই কো তুলনা=৮/৬
মন পাখি খুঁজে ফেরে প্রণয় ঠিকানা।=৮/৬
ইচ্ছে মন হাসে কাঁদে, ইচ্ছে সব ভাসে=৮/৬
ইচ্ছেপরী বেপরোয়া হয়ে ধেয়ে আসে । =৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ পর্ব ৮ মাত্রায়, অপূর্ণ পর্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৮ টি।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- পয়ারজাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- কিছু ছাড়া ঠিক আছে।
জ)ছেদ যতি- প্রয়োজন।
ঝ)অলঙ্কার- মোটামুটি।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।