************* ছন্দ মেনে কবিতাঃ ৩৫***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ –পয়ার)*****
কবিতাঃ একান্তে আপন - ২য়
কবিঃ সঞ্জয় কর্মকার
প্রকাশিত তারিখঃ ২৬/০৭/২০১৮
***কবি ১ বছর ৩ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৪৫৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
রিম ঝিম বহে ধারা অনন্ত বর্ষণে
মাঠ ঘাট জলময় প্রশান্ত দর্শনে,
মনলোভা ভরা গাঙে কূল ভরা জল
উছলেতে বহে নদী শত তার বল।
মাছরাঙা পাখি গুলি ডানা মেলে ধায়
কবি তার কবিতায় কলি লিখে যায়।
গুরু গুরু গরজনে নাহি থামে ধারা
মাতোয়ারা অজয়েতে আজি জলে ভরা।
বানভাসি শত প্রাণে কান্নার রোলেতে
ঘরবার ভাসিবার দুঃখের দোলেতে।
উঁচু পাড়ে বাসা বাঁধে ত্রিপলেতে গড়া
চারিধার জলময় ক্ষুদা প্রাণ হরা।
পথ পানে চেয়ে থাকে শূন্য আনমন
ক্ষুদা তার নিরসনে-“একান্তে আপন”।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
রিমিঝিমি বহে ধারা /অনন্তবর্ষণে=৮/৬ (‘রিমঝিম’ ৩ মাত্রা, তাই ‘রিমিঝিমি’)
মাঠঘাট জলময় /প্রশান্তদর্শনে,=৮/৬
মনোলোভা ভরাগাঙে /কূলভরা জল=৮/৬
উছলেতে বহে নদী /শত তার বল।=৮/৬
মাছরাঙা পাখিগুলি /ডানা মেলে ধায়=৮/৬
কবি তার কবিতায় /কলি লিখে যায়।=৮/৬
গুরুগুরু গরজনে /নাহি থামে ধারা=৮/৬
মাতোয়ারা অজয়েতে /আজি জলে ভরা।=৮/৬
বানভাসি শত প্রাণে /কান্নার রোলেতে=৮/৬
ঘরবার ভাসিবার /দুঃখের দোলেতে।=৮/৬
উঁচু পাড়ে বাসা বাঁধে /ত্রিপলেতে গড়া=৮/৬
চারিধার জলময় /ক্ষুধা প্রাণ হরা।=৮/৬
পথ পানে চেয়ে থাকে /শূন্যতে আনমন=৮/৬
ক্ষুধা তার নিরসনে-/“একান্তে আপন”।=৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ পর্ব ৮ মাত্রায়, অপূর্ণ পর্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ২ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৪ টি।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- পয়ারজাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- প্রকৃতিমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- ঠিক আছে।
জ)ছেদ যতি- প্রয়োজন।
ঝ)অলঙ্কার- মোটামুটি।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি। তবে আপনি কবিতাটিকে ‘সনেট’ বলে উল্লেখ করেছেন। কিন্তু কবিতাটি ‘সনেট’ হয়নি। এটি পয়ারজাতীয় কবিতা হয়েছে। এ প্রসঙ্গে কবীর হুমায়ুনের ‘ছন্দের খেলা- সনেট’ আলোচনার পাতা থেকে পাঠ করে নিতে পারেন।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।