************* ছন্দ মেনে কবিতাঃ ২৯***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ - পয়ার)*****
কবিতাঃ উড়ো মেঘ
কবিঃ মনোজ ভৌমিক
প্রকাশিত তারিখঃ ২৭/০৬/২০১৮ (আজ)
***কবি ১ বছর ৬ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২৫৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন। কবি আসরে "দুর্নিবার কবি" নামে পরিচিত।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
কোথা হতে আসো তুমি,কোথা চলে যাও!
ক্ষণেক কাঁদিয়া নিজ,সবারে হাসাও।
বাতাসের সাথে ভাসি যাও তুমি কোথা!
কাহারে শোনাও অশ্রুসিক্ত ব্যথা কথা?
পাগল পরাণ আজ খুঁজিছে কাঁদিয়া,
গাহে না জীবনের গান অতৃপ্ত হিয়া।
তৃষিত মাটির বুকে জাগে না'কো প্রাণ,
এ প্রাণে আসবে কবে সজীব আঘ্রাণ?
নদীর বুকেতে কাঁদে পিয়াসী স্পন্দন,
পাহাড় হৃদয়ে ঝর্ণা নাচিবে কখন?
কেন তুমি যাও চলি বলো নাগো প্রিয়ে?
প্রতিধ্বনি শুনি সদা হাহাকার নিয়ে।
যক্ষের বিরহ নিয়ে কাঁদে সসাগরা,
তোমার স্নিগ্ধ পরশ পায় না তো ধরা।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
কোথা হতে আসো তুমি,/কোথা চলে যাও!=৮/৬
ক্ষণেক কাঁদিয়া নিজ,/সবারে হাসাও।=৮/৬
বাতাসের সাথে ভাসি /যাও তুমি কোথা!=৮/৬
কাহারে শোনাও কথা /অশ্রুসিক্ত ব্যথা?=৮/৬
পাগলপরান আজ /খুঁজিছে কাঁদিয়া,=৮/৬
গাহে জীবনের গান /অতৃপ্ত রাখিয়া।=৮/৬
তৃষিত মাটির বুকে /জাগে না'কো প্রাণ,=৮/৬
এ প্রাণে আসবে কবে /সজীব আঘ্রাণ?=৮/৬
নদীর বুকেতে কাঁদে /পিয়াসী স্পন্দন,=৮/৬
পাহাড় হৃদয়ে ঝর্ণা /নাচিবে কখন?=৮/৬
কেন তুমি যাও চলি /বলো নাগো প্রিয়ে?=৮/৬
প্রতিধ্বনি শুনি সদা /হাহাকার নিয়ে।=৮/৬
যক্ষের বিরহ নিয়ে /কাঁদে সসাগরা,=৮/৬
তোমার স্নিগ্ধ-পরশ /পায় না তো ধরা।=৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ পর্ব ৮ মাত্রায়, অপূর্ণ পর্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৪ টি।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- পয়ারজাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- প্রকৃতিমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- ঠিক আছে। কোথা # ব্যথা !
জ)ছেদ যতি- গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।