************* ছন্দ মেনে কবিতাঃ ২৭***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  আর কতদিন ঘটবে এমন
কবিঃ অজিতকুমার কর  
প্রকাশিত তারিখঃ ২০/০৬/২০১৮ (আজ)
***কবি ২ বছর ৬ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৭৩৭টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।  
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

জানত কি সে এমন ঘটতে পারে
ফিরবে নাকো আর কখনো বাড়ি
রইল আটক একলা একটা ঘরে
অমূল্য ধন পিশাচ নিল কাড়ি।

ছোট্টো বলে রেহাই দেয়নি ওরা
ক’দিন ধরে আঁচড়ে কামড়ে খেল
তাতেও ওদের সাধ মেটেনি মোটে
জীবন নিয়ে বোধ হয় তৃপ্তি পেল।

ও তো শিশু যেমন ফুলের কুঁড়ি
এতটা ক্রোধ জমল কেন মনে
হায় বিধাতা আজব কাণ্ড এ কী
মিছিল বেরোয় ওদের সমর্থনে।

জন্মেছিলেন অনেক মহাপুরুষ
ছড়িয়েছেন প্রেম ও প্রীতির বাণী
কী করে আজ ভুলল ভারতবাসী
মায়ের সম্ভ্রম করছে রোজই হানি।

এ’ঘটনা ঘটছে বারে বারে
ক’টা খবর আমরা জানতে পারি
পৃথিবী যে মানবশূন্য হবে
ভুবন হতে হারায় যদি নারী।

এই বারতা পৌঁছবে কি কানে
পুরুষ তুমি লজ্জা ঢাকবে কীসে
ঢুকবে যেদিন শ্ত্রু আপন গৃহে
করবে হরণ রত্ন অনিমিষে।

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

জানত কি সে/ এমন ঘটতে /পারে=৪/৪/২
ফিরবে নাকো /আর কখনো /বাড়ি=৪/৪/২
রইল আটক /একলা একটা/ ঘরে=৪/৪/২
অমূল্যধন /পিশাচ নিল /কাড়ি।=৪/৪/২

ছোট্ট বলে/ রেহাই দেয়নি /ওরা=৪/৪/২
ক’দিন ধরে /আঁচড়ে কামড়ে /খেল=৪/৪/২
তাতেও ওদের/ সাধ মেটেনি /মোটে=৪/৪/২
জীবন নিয়ে /বোধ হয় তৃপ্তি /পেল।=৪/৪/২

ও তো শিশু/ যেমন ফুলের /কুঁড়ি=৪/৪/২
এতটা ক্রোধ /জমল কেন/ মনে=৪/৪/২
হায় বিধাতা /আজব কাণ্ড /এ কী!=৪/৪/২
মিছিল বেরোয়/ ওদের সমর/থনে।=৪/৪/২

জন্মেছিলেন/ অনেক মহা/পুরুষ=৪/৪/২
ছড়িয়েছেন /প্রেম ও প্রীতির /বাণী=৪/৪/২
কী করে আজ/ ভুলল ভারত/বাসী=৪/৪/২
মায়ের সম্ভ্রম /করছে রোজই /হানি।=৪/৪/২

এ’ঘটনা /ঘটছে বারে /বারে=৪/৪/২
ক’টা খবর /আমরা জানতে /পারি=৪/৪/২
পৃথিবী যে /মানবশূন্য /হবে=৪/৪/২
ভুবন হতে /হারায় যদি /নারী।=৪/৪/২

এই বারতা/ পৌঁছবে কি /কানে=৪/৪/২
পুরুষ তুমি /লজ্জা ঢাকবে/ কীসে=৪/৪/২
ঢুকবে যেদিন /শত্রু আপন/ গৃহে=৪/৪/২
করবে হরণ /রত্ন অনি/মিষে।=৪/৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।
ঘ) চরণ-৩ পর্বের
ঙ) স্তবক- ৬ টি
চ) মিল- পদান্তিক। (খ # ঘ)
ছ) পঙক্তি – ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি-মানবতামূলক  
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।