************* ছন্দ মেনে কবিতাঃ ২৬***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  আয়রে সখি
কবিঃ নাঈম জাহাঙ্গীর নয়ন
প্রকাশিত তারিখঃ ১১/০৬/২০১৮ (আজ)
***কবি ৯ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২১টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।  
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

আয়রে সখি এই নিরালায় বাসবো তোকে ভালো,
আঁধার রাতে বদ্ধ ঘরের তুই-যে চাঁদের আলো।
রঙিন পানি লাগবে না আর তোকে কাছে পেলে,
রূপের নেশায় মাতাল হয়ে প্রেম দেবো আজ ঢেলে।

দিওয়ানা হবো তোর সোহাগি পরশ লাগলে গায়,
আর থাকিস না দূরে ও সখি রাত যে চলে যায়!
মনের যতো চাওয়া পাওয়া করবোরে আজ পূরণ,
ভুল গুলো সব মিলন সুখে ভাববো হচ্ছে শোধন।

এক বালিশে রাখবো মাথা থাকবে না ফাঁক তিল,
স্বর্গীয় সুখ অনুভবে ক্ষণ অন্তরা-য় ঝিলমিল।
কতো দিনের স্বপ্ন আশা জমে আছে এই বুকে,
আদর সোহাগ যত্ন প্রেমে হিসেব যাবে আজ চুকে।

অনেক দিনের স্বপ্ন আমার রাখব ও'বুকে মাথা,
তৃপ্তি সুখের পরশ ছোঁয়ায় ভুলবো সকল ব্যথা।
আকাশ ভরা তারার মেলায় দেখবো ও'চাঁদমুখ,
এক পৃথিবীর স্বপ্ন আশা তোর মাঝেই সব সুখ।

আয়রে সখি দেখনা বুকে জ্বলছে আগুন কেমন,
দুচোখ জুড়ে আষাঢ়ের ঢল চায় না মানতে বারণ।
ও'সখি তোর সোহাগ প্রেমে মনটা দে-আজ ভরে,
আর কতকাল উগ্র যৌবন রাখবো বল-না ধরে।

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

আয়রে সখি /এই নিরালায়/ বাসবো তোকে/ ভালো,=৪/৪/৪/২
আঁধার রাতে /বদ্ধ ঘরের /তুই-যে চাঁদের/ আলো।=৪/৪/৪/২
রঙিন পানি/ লাগবে না আর/ তোকে কাছে/ পেলে,=৪/৪/৪/২
রূপের নেশায় /মাতাল হয়ে /প্রেম দেব আজ/ ঢেলে।=৪/৪/৪/২

প্রেমিক হব /তোর সোহাগি /পরশ লাগলে /গায়,=৪/৪/৪/১
আর থাকিস না /দূরে  সখি/ রাত যে চলে/ যায়!=৪/৪/৪/১
মনের যত/ চাওয়া পাওয়া /করব রে আজ /পূরণ,=৪/৪/৪/২
ভুলগুলো সব /মিলন সুখে /ভাবব হচ্ছে /শোধন।=৪/৪/৪/২

এক বালিশে /রাখব মাথা/ থাকবে না ফাঁক/ তিল,=৪/৪/৪/১
স্বর্গীয় সুখ/ অনুভবে ক্ষণ/ অন্তরা-য় ঝিল/মিল।=৪/৪/৪/১
কতদিনের /স্বপ্ন-আশা /জমে আছে /এই বুকে,=৪/৪/৪/২
আদর সোহাগ/ যত্ন প্রেমে /হিসেব যাবে / চুকে।=৪/৪/৪/২

অনেক দিনের/ স্বপ্ন আমার /রাখব  বুকে /মাথা,=৪/৪/৪/২
তৃপ্তি সুখের /পরশ ছোঁয়ায় /ভুলব সকল /ব্যথা।=৪/৪/৪/২
আকাশ ভরা /তারার মেলায় /দেখব ও চাঁদ/মুখ,=৪/৪/৪/১
এক পৃথিবীর/ স্বপ্ন আশা /তোর মাঝে সব /সুখ।=৪/৪/৪/১

আয়রে সখি/ দেখনা বুকে/ জ্বলছে আগুন/ কেমন,=৪/৪/৪/২
দু’চোখ জুড়ে /আষাঢ়ের ঢল /চায় না মানতে/ বারণ।=৪/৪/৪/২
ও সখি তোর /সোহাগ প্রেমে /মনটা দে-আজ/ ভরে,=৪/৪/৪/২
আর কতকাল /উগ্র যৌবন /রাখব বল না/ ধরে।=৪/৪/৪/২

** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ২০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি-প্রেমমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।