************* ছন্দ মেনে কবিতাঃ ১৯***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ- পয়ার)*****
কবিতাঃ কবি ড. সুজিত বিশ্বাস
কবিঃ অনিরুদ্ধ বুলবুল
প্রকাশিত তারিখঃ ২৫/০৫/২০১৮
***কবি ৩ বছর ৮ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৪০৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
আমার লেখা "আসরের কবি ২" এ মন্তব্য করতে যেয়ে কবি এই কবিতাটি লিখে ফেলেছেন। এই সাথে তিনি অনুরোধের সুরে লিখেছেন “অক্ষরবৃত্তের এক আনাড়ি প্রয়াস। মাত্রা বিশ্লেষণ পূর্বক ভুল সংশোধন করে আলোচনা পাতায় পোস্ট দেখার প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ।“
সেই দাবি মেনে এই লেখা।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
ওরেব্বাস্ কবি! একি হুলস্থুল!
কবি ধরে কাব্য লিখে ফেলেছেন কী শোরগোল!
কৃতার্থ হলাম জেনে এ-কবিতা মূলে
অধমও আছি তাঁর সুচয়িত ফুলে!
কবিতার বুলি যার নিঃশ্বাস আর প্রশ্বাস
নাড়ি টেপা ডাক্তার না; কবি সুজিত বিশ্বাস
ধার আছে লেখনীতে - কী ছন্দ কিবা সনেটে
একেএকে, কবিদের তুলে আনে পাতা পাতা হেঁটে।
নিটোল কাব্যের ধারা আর বিধি-কানুন
কায়মনে শিখিয়ে যান, সে এক মস্ত গুণ।
ভুলভাল ছন্দে লিখেছি এই কবিতাখানি
জানি, মাত্রাগোনে ভুলগুলোও ঠিক করবেন তিনি।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
ওরেব্বাস! এ কী কবি! এ কী হুলস্থুল! =৮/৬
কবি ধরে কাব্য লিখে ফেলে শোরগোল!=৮/৬
কৃতার্থ হলাম জেনে এ-কবিতা মূলে-=৮/৬
এ অধম আছে তাঁর সুচয়িত ফুলে! =৮/৬
কবিতার বুলি যার নিঃশ্বাস প্রশ্বাস=৮/৬
নাড়িটেপা ডাক্তার না; কবি শ্রী বিশ্বাস=৮/৬
ধার আছে লেখনীতে - ছন্দ বা সনেটে-=৮/৬
একেএকে, কবিদের আনে পাতা হেঁটে।=৮/৬
নিটোল কাব্যের ধারা ও বিধি-কানুন =৮/৬
নীরবে শিখিয়ে যান, এক মস্ত গুণ।=৮/৬
ভুলভাল ছন্দে লিখি এ কবিতাখানি=৮/৬
মাত্রাগুনে ভুল ঠিক করবেন তিনি।=৮/৬
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮,৬ মাত্রায়। পূর্ণ প র্ব ৮ মাত্রায়, অপূর্ণ প র্ব ৬ মাত্রায়,
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৩ টি
চ) মিল- প দান্তিক।
ছ) পঙক্তি – ১২ টি।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- পয়ার জাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- পয়ার
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- ঠিক আছে।
জ)ছেদ যতি- গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।