************* ছন্দ মেনে কবিতাঃ ১৬***************
                                             ***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  ভয় লাগে  
কবিঃ  মহঃ সানারুল মোমিন
প্রকাশিত তারিখঃ ২৩/০৫/২০১৮ (আজ)
*** কবি ১ বছর ২ মাস হল বাংলা-কবিতায় আছেন।কবি আজ পর্যন্ত ২৬৪টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন। কবি আসরে  'বিনায়ক কবি' নামে পরিচিত।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

আজ খুব ভয় লাগে
           যাহা দেখি তাই।
অগভীর নদী ডাকে
           ডুব দিবি আয়।

জানিনা সাঁতার ভালো
          ভুলে গেছি আগে।
সুমধুর সুখ গুলো
          আজ ব্যথা লাগে।

রাত যদি বেশি হয়
         ধরা হয় একা।
সবল শরীর চুপ
         পাবে কার দেখা।

জীবনের জলে ভাসে
         শোক মাখা হাসি।
নীরব দুপুরে সুর
         প্রাণহীন বাঁশি।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

আজ খুব ভয় লাগে /৮
           যাহা দেখি তাই।/৬
অগভীর নদী ডাকে/৮
           ডুব দিবি আয়।/৬

জানিনা সাঁতার ভালো/৮
          ভুলে গেছি আগে।/৬
সুমধুর সুখ গুলো/৮
          আজ ব্যথা লাগে।/৬

রাত যদি বেশি হয়/৮
         ধরা হয় একা।/৬
সবল শরীর চুপ/৮
         পাবে কার দেখা।/৬

জীবনের জলে ভাসে/৮
         শোক মাখা হাসি।/৬
নীরব দুপুরে সুর/৮
         প্রাণহীন বাঁশি।/৬

** বানান সহ অন্যান্য ক্ষেত্রে পরিমার্জন করা হয় নি।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল-  ২ মাত্রা।
গ) পর্ব- ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-১ পর্বের
ঙ) স্তবক-৪ টি
চ) মিল- পদান্তিক (২#৪)
ছ) পঙক্তি - ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  পাল্টাতে হবে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।