************* ছন্দ মেনে কবিতাঃ ১৫***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ- মুক্তক)*****
কবিতাঃ কাটা গেছে হাত
কবিঃ গৌরাঙ্গসুন্দর পাত্র
প্রকাশিত তারিখঃ ২২/০৫/২০১৮ (আজ)
***কবি ৩ বছর ৫ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫৫৬টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
কবে যেন কাটা গেছে হাত
হৃদয়ের বহু কাছে থেকে
তখন বুঝিনি ।
যে প্রেম গিয়েছে চলে
সে তো যাবে বলে এসেছিল
চলে গেছে যাক,
শুধু বুকের মাঝে থাক
সেদিনের আরক্ত নয়ন ।
যে ব্যথা রয়েছে জেগে
তার স্পর্শে দেখি আজও
দিনান্তের করুণ গগন ।
যে গিয়েছে সেতো এক মায়াবী কাজল
দুটি চোখে এঁকে দিতে চেয়েছিল
জীবনের যত আছে ছল ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
কবে যেন কাটা গেছে হাত/=১০
হৃদয়ের বহু কাছে থেকে/=১০
তখন বুঝিনি ।/=৬
যে প্রেম গিয়েছে চলে/=৮
সে তো যাবে বলে এসেছিল/=১০
চলে গেছে যাক,/=৬
শুধু এ বুকের মাঝে থাক/=১০
সেদিনের আরক্তনয়ন ।/=১০
যে ব্যথা রয়েছে জেগে/=৮
তার স্পর্শে দেখি আজও/=৮
দিনান্তের করুণ গগন ।/=১০
যে গিয়েছে সেতো এক মায়াবীকাজল/=১৪
দুটি চোখে এঁকে দিতে চেয়েছিল/=১২
জীবনের যত আছে ছল ।/=১০
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে সামান্য পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৬,৮,১০,১২,১৪ মাত্রায়।
ঘ) চরণ-১ পর্বের
ঙ) স্তবক- ২ টি
চ) মিল- আংশিক।
ছ) পঙক্তি – ১৪ টি।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- মুক্তক জাতীয় কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মুক্তক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- প্রযোজ্য নয়।
জ)ছেদ যতি- গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।