************* ছন্দ মেনে কবিতাঃ ১৪***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  স্বাগতম মাহে রমজান
কবিঃ মোঃ জাহিদ হাসান
প্রকাশিত তারিখঃ ১৬/০৫/২০১৮ (আজ)
***কবি ৫ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১২৬টি   কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

মুসলিম মুমিনের অন্তরের জোর
পাঁচটি স্তম্ভ ধরে,
সালাত রোজা হজ্ব যাকাত
আর ঈমান অন্তরে।

বছর ঘুরে মুমিনের দ্বারে
এসেছে মাহে রমজান,
আল্লাহর তুষ্টি জীবন পুষ্টি
জুড়াই মনও প্রাণ।

ফরজ সালাত কায়েম সদাই
জীবনে মরনে লালন,
সেহরী ইফতার শুদ্ধ চিত্তে
করব সবাই পালন।

বরকতময় মাস মাহে রমজান
খোদার অশেষ দান,
রহমত নাজাত আর মাগফিরাত
অর্জন করিতে পূণ্যবান।

তোমার রহমতে মহান মাসে
হৃদয়ে শপথ করি,
নাজাত দাও'গো দয়াময় প্রভু
আলোকিত পথ ধরি।

মহান মাসের সিয়াম শেষে
আসবে খুশির দিন,
পাপ-তাপ সব করে সাফ
ঈদ আনন্দে অমলিন।

রমজান মাসে দয়াময় প্রভু
রইল মিনতি আমার,
জরা ব্যধি অন্যায় মুছে
সকল হৃদয় পবিত্রতার।

ক্ষণিকের তরে সূর্য উদয়
ক্ষণিক পরে অস্ত,
কেনই তব মিছে মায়াজালে
দিবানিশি সবে ব্যস্ত?

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

মুসলিম মুমিন/ অন্তরে জোর=৪/৪
পাঁচটি স্তম্ভ /ধরে,=৪/২
সালাত রোজা /হজ্ব যাকাত=৪/৪
আর ঈমান অন/তরে।=৪/২

বছর ঘুরে /মুমিন দ্বারে=৪/৪
আসে মাহে /রমজান,=৪/২
আল্লাহ তুষ্টি/ জীবন পুষ্টি=৪/৪
জুড়াই মনও/ প্রাণ।=৪/২

ফরজ সালাত /কায়েম সদাই=৪/৪
জীবন মরন /লালন,=৪/২
সেহরী ইফতার /শুদ্ধচিত্তে=৫/৪
করব সবাই /পালন।=৪/২

বরকতময় মাস/ মাহে রমজান=৪/৪
খোদার অশেষ /দান,=৪/১
রহমত নাজাত /আর মাগফিরাত=৪/৪
অর্জন করে /পূণ্যবান।=৪/৩

তোমার রহমত /মহান মাসে=৪/৪
মনে শপথ /করি,=৪/২
নাজাত দাও'গো /দয়াময় প্রভু=৪/৫
আলোকের পথ/ ধরি।=৪/২

মহান মাসের /সিয়াম শেষে=৪/৪
আসবে খুশির /দিন,=৪/১
পাপ-তাপ সব /করেছি সাফ=৪/৪
ঈদ আনন্দে / লিন।=৪/১

রমজান মাসে /দয়ার প্রভু=৪/৪
রইল মিনতি /আমার,=৪/২
জরা ব্যধি /অন্যায় মুছে=৪/৪
সকল হৃদয় /বাহার।=৪/২

ক্ষণিক তরে /সূর্য উদয়=৪/৪
ক্ষণিক পরে /অস্ত,=৪/২
কেন মিছে /মায়াজালে=৪/৪
দিবানিশি /ব্যস্ত?=৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।  
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২-৩ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২-৩
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৮ টি
চ) মিল- পদান্তিক। (২#৪)
ছ) পঙক্তি – ১৬ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-   স্বরবৃত্ত ছন্দের ভিন্ন মাত্রার কবিতা।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।