************* ছন্দ মেনে কবিতাঃ ১৩***************
***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ কালো কন্যা
কবিঃ কণিকা সরকার
প্রকাশিত তারিখঃ ১৫/০৫/২০১৮ (আজ)
***কবি ২ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১৯টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
কালো কন্যার কালো চোখে
সাদা মেঘের ভেলা
কালো চুলে কালো মেঘ
করছে যেন খেলা ।
কালো দুটো ভ্রুর মাঝে
কাজল কালো টিপ
যেমন জ্বলে সন্ধ্যা বেলায়
ঘরের কোণে মাটির ছোট্ট দীপ।
কালো ঠোঁটে নাই বা ফুটোক
গোলাপ রাঙা হাসি
তবুও ও মুখেতেও ভালোবাসার
মুক্তো ঝরে রাশি রাশি।
রূপের নেইকো অহমিকা
তাতে কিছু বিন্দু
ভালোবাসার এ যেন
গভীর এক সিন্ধু ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
কালো কন্যার /কালোচোখে=৪/৪
সাদামেঘের /ভেলা=৪/২
কালোচুলে /কালোমেঘে=৪/৪
করছে যেন /খেলা ।=৪/২
কালো দুটি /ভ্রু’র মাঝে=৪/৪
কাজলকালো/ টিপ=৪/১
যেমন জ্বলে /সন্ধ্যাবেলায়=৪/৪
ঘরের কোণে / দীপ।=৪/১
কালো ঠোঁটে /নাই বা ফুটুক =৪/৪
গোলাপরাঙা /হাসি=৪/২
তবু মুখে /ভালোবাসার=৪/৪
মুক্তো ঝরে /রাশি।=৪/২
রূপের নেইকো /অহমিকা=৪/৪
তাতে কিছু/ বিন্দু=৪/২
ভালোবাসার /এ মনেতে=৪/৪
গভীর রাতে /সিন্ধু ।=৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক। (২#৪)
ছ) পঙক্তি – ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- স্বরবৃত্ত ছন্দের ভিন্ন মাত্রার কবিতা।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।