************* ছন্দ মেনে কবিতাঃ ১২***************
                                             ***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  জানতে ইচ্ছে করে
কবিঃ মোঃ আব্দুল কাদের
প্রকাশিত তারিখঃ ১১/০৫/২০১৮ (আজ)
***কবি ৭ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৬৬টি   কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

আকাশ তুমি কিসের তরে
      কেন  এমন নীল,
কেন   এমন   উদার  তুমি
      উদার তব দিল?

সাগর কেন বিশাল তুমি
     বিশাল তব বুক,
নদীই কেন তোমার বুকে
   খোঁজে মিলন সুখ?

পাহাড়  তুমি  কঠিণ  এত
      তবুও কোন দুখে,
ঝরনা বহে  কোন কারণে
      তব পাষাণ বুকে?

মেঘকে বলি কোথায় যাও
     বাতাসে ভর করে,
কার বিরহে তোমার চোখে
     বাদল ধারা ঝরে?

আগুন তুমি কোথায় থাকো
     কোথা তোমার ঘর,
রাগলে তুমি জ্বালিয়ে ফেল
     কেবা আপন পর?

প্রণয়  তুমি  কোথায় থাকো
      কোথায় চলে যাও,
কোন কারণে প্রেমিক মনে
     দুঃখ  এনে  দাও?

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

আকাশ তুমি /কীসের তরে-=৪/৪  
      কেন এমন /নীল,=৪/১
কেন এমন  / উদার  তুমি=৪/৪
      উদার তোমার /দিল?=৪/১

সাগর কেন /বিশাল তুমি=৪/৪
     বিশাল তোমার/ বুক,=৪/১
নদীই কেন /তোমার বুকে=৪/৪
   খোঁজে মিলন/সুখ?=৪/১

পাহাড়  তুমি  /কঠিন  এত=৪/৪
      তবুও কোন /দুখে,=৪/২
ঝরনা বহে / কোন কারণে=৪/৪
      তব পাষাণ/ বুকে?=৪/২

মেঘকে বলি/ কোথায় যাও=৪/৪
     বাতাসে ভর /করে,=৪/২
কার বিরহে /তোমার চোখে=৪/৪
     বাদল ধারা /ঝরে? =৪/২

আগুন তুমি /কোথায় থাকো=৪/৪
     কোথায় তোমার/ ঘর,=৪/১
রাগলে তুমি /জ্বালিয়ে ফেল=৪/৪
     কেবা আপন/ পর?=৪/১

প্রণয়  তুমি / কোথায় থাকো=৪/৪
      কোথায় চলে /যাও,=৪/২
কোন কারণে /প্রেমিক মনে=৪/৪
     দুঃখ  এনে / দাও?=৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৬ টি
চ) মিল- পদান্তিক। (২#৪)
ছ) পঙক্তি – ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-   স্বরবৃত্ত ছন্দের ভিন্ন মাত্রার কবিতা।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি- প্রকৃতিমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।