************* ছন্দ মেনে কবিতাঃ ১০***************
***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ স্মৃতিটুকু থাক
কবিঃ মূলচাঁদ মাহাত
প্রকাশিত তারিখঃ ০৪/০৫/২০১৮
***কবি ৪ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১১৬টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
মরা নদীর বান ডেকেছে খরা গেছে কেটে,
শষ্য শ্যামল ফসল যে আজ সেদিনের সেই মাঠে।
সময় কত গড়িয়ে গেছে নদীর ধারার মতো
যায়নি মুছে তবু আজো হৃদয়ের সব ক্ষত।
স্মৃতির পটে নিত্য ভাসে এক একটা দিন,
আজকে যা সব তার যে আছে আমার কাছে ঋণ।
তোমায় কত দিয়েছি গো আদর, প্রণয়, প্রীতি,
হৃদয় তলে সদাই জ্বলে আজও সে সব স্মৃতি।
স্মৃতির পটে রং তুলিতে কতই চিত্র আঁকি,
মনের ক্ষতে হাজার রকম রঙের প্রলেপ মাখি।
সবটাই তার যায় না ঢাকা, হঠাৎ কোন ব্যথা,
কেমন যেন জেগে উঠেই বলতে থাকে কথা।
থাক না ও সব অতীত ব্যথা ধুসর বিধুর মনে,
বিনি সুতোর মালার মতই মনের সঙ্গোপনে।
স্মৃতি নিয়েও বেঁচে থাকার অনেক মানে থাকে,
মনের মাঝে নিত্য এসে দুঃখ সুখে রাখে।
সুখের দিনেও দুখের স্মৃতি নিঠুর হয়ে কাঁদায়,
দুঃখ ভুলি সুখের স্মৃতির আদর সোহাগ বাঁধায়।
স্মৃতির মাঝেই থাকলে ডুবে জীবন থমকে যায়,
জীবন চলুক স্মৃতিও জ্বলুক জীবন খাতার পাতায়।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
মরা নদীর /বান ডেকেছে /খরা গেছে /কেটে,=৪/৪/৪/২
শস্য-শ্যামল /ফসল যে আজ /সেদিনের সেই/ মাঠে।=৪/৪/৪/২
সময় কত/ গড়িয়ে গেছে /নদীর ধারার/ মতো=৪/৪/৪/২
যায়নি মুছে/ তবু আজও /হৃদয়ের সব /ক্ষত।=৪/৪/৪/২
স্মৃতির পটে/ নিত্য ভাসে/ এক একটা/ দিন,=৪/৪/৩/১
আজকে যা সব/ তার যে আছে /আমার কাছে /ঋণ।=৪/৪/৪/১
তোমায় কত/ দিয়েছি গো /আদর, প্রণয়,/ প্রীতি,=৪/৪/৪/২
হৃদয় তলে /সদাই জ্বলে /আজও সে সব /স্মৃতি।=৪/৪/৪/২
স্মৃতির পটে/ রং তুলিতে/ কতই চিত্র/ আঁকি,=৪/৪/৪/২
মনের ক্ষতে/ হাজার রকম /রঙের প্রলেপ /মাখি।=৪/৪/৪/২
সব কিছু তার/ যায় না ঢাকা,/ হঠাৎ কোনো/ ব্যথা,=৪/৪/৪/২
কেমন যেন/ জেগে উঠেই /বলতে থাকে/ কথা।=৪/৪/৪/২
থাক না ও সব /অতীত ব্যথা/ ধূসর বিধুর/ মনে,=৪/৪/৪/২
বিনি সুতোর /মালার মতোই/ মনের সঙ্গো/পনে।=৪/৪/৪/২
স্মৃতি নিয়েও /বেঁচে থাকার /অনেক মানে/ থাকে,=৪/৪/৪/২
মনের মাঝে/ নিত্য এসে/ দুঃখ সুখে /রাখে।=৪/৪/৪/২
সুখের দিনেও /দুখের স্মৃতি/ নিঠুর হয়ে/ কাঁদায়,=৪/৪/৪/২
দুঃখ ভুলি /সুখের স্মৃতির/ আদর সোহাগ /বাঁধায়।=৪/৪/৪/২
স্মৃতির মাঝেই/ থাকলে ডুবে/ জীবন থমকে/ যায়,=৪/৪/৪/২
জীবন চলুক/ স্মৃতিও জ্বলুক/ জীবন খাতার /পাতায়।=৪/৪/৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ২০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- স্বরবৃত্ত ছন্দের ভিন্ন মাত্রার কবিতা।
ঞ) মন্তব্য- ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- কিছু ছাড়া ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।