************* ছন্দ মেনে কবিতাঃ ১***************
***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ রহস্যময়ী
কবিঃ খলিলুর রহমান
প্রকাশিত তারিখঃ ১৭/৪/২০১৮
***কবি ২ বছর ২ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫৫২টি ইকবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
রাতের বাতাস সোহাগে নাচালো
হাজার গাছের ফুল
মেঘের সিঁড়িতে তারার বৃষ্টি!
নয়নের সে কী ভুল?
রেশমী তন্তু গায়েতে জড়ায়ে
সুগন্ধি পথে ফেলে
কে যায় নাচিয়ে বাতাসের প্রাণ
বাঁশিতে এ সুর ঢেলে?
পূর্ণিমা-চাঁদ ভাসালো জগত
মায়াবী আলোর বানে
আবেশে হারানো হৃদয় মগ্ন
কোকিলের কুহু তানে।
এমন নিশিতে মধুর হাসিতে
সোনারঙ আভরণে
কে মেয়ে হারালে মানুষের ভীড়ে?
আমি মরি শিহরণে।
খুঁজিতে তোমায় বারবার চায়
দেখি না কোথাও ভীড়ে
দেখা দিলে শুধু, ও সোনার মেয়ে
এলে না আমার নীড়ে।
বিষাদ নয়ন ফিরিয়ে যখন
শূন্য সে নীড়ে চাই
আবার হারানু তোমার হাসিতে
স্তিমিত-প্রদীপ-ছায়।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
রাতের বাতাস /সোহাগে নাচাল=৬/৬
হাজার গাছের /ফুল=৬/২
মেঘের সিঁড়িতে /তারার বৃষ্টি!=৬/৬
নয়নের সে কী /ভুল?=৬/২
রেশমি তন্তু /গায়েতে জড়ায়ে=৬/৬
সুগন্ধি পথে /ফেলে=৬/২
কে যায় নাচিয়ে /বাতাসের প্রাণ=৬/৬
বাঁশিতে এ সুর /ঢেলে?=৬/২
পূর্ণিমা-চাঁদ /ভাসাল জগৎ=৬/৬
মায়াবী আলোর /বানে=৬/২
আবেশে হারানো /হৃদয় মগ্ন=৬/৬
কোকিলের কুহু/তানে।=৬/২
এমন নিশিতে /মধুর হাসিতে=৬/৬
সোনারঙ আভ/রণে=৬/২
কে মেয়ে হারালে/ মানুষের ভিড়ে?=৬/৬
আমি মরি শিহ/রনে।=৬/২
খুঁজিতে তোমায় /বারবার চায়=৬/৬
দেখি না কোথাও/ ভিড়ে=৬/২
দেখা দিলে শুধু, /ও সোনার মেয়ে=৬/৬
এলে না আমার /নীড়ে।=৬/২
বিষাদ নয়ন /ফিরিয়ে যখন=৬/৬
শূন্য সে নীড়ে /চাই=৬/২
আবার হারানু /তোমার হাসিতে=৬/৬
স্তিমিত-প্রদীপ-/ছায়।=৬/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব-২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-৬ টি
চ) মিল- পদান্তিক (২#৪)
ছ) পঙক্তি - ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - মধ্যম।
ঝ) বিশেষত্ব- নেই।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- প্রকৃতি-প্রেমমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিকই আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।