বৃষ্টিরানিএতদিনে কোথায় ছিলে চুপ
তোমার নামে হাজার কথা কথার স্তূপ!
আজকে তোমার সময় কম মন ভালো নেই জানি
তোমার ঘরে হাজার ব্যারাম তুমি অভিমানি।
ভুল করে আজ তোমায় ডাকি নিষেধ বুঝিনি
তাইত বুঝি মুখ লুকালে তুমি বৃষ্টিরানি;
তোমার মনে স্বপ্ন জমা স্বপ্ন আমার তোমার-
সেই দেখাতে আমরা দুজন শুধুই আপনার।
আবার তুমি কথা বোলো আবার খানিক পরে
আবার তুমি একলা হলে একলা তোমার ঘরে।