তখন ছিল বাদল বেলা বৃষ্টি ভীষণ ভারী
পথ চলতে হঠাৎ ভিজে এলে আমার বাড়ি
আমি চেয়ে বাড়ির দাওয়ায় বাদল ঝরা দেখি
হঠাৎ তোমায় দেখতে পেয়ে মনে ভাবলাম এ কি!
দুটি কথা জানতে চেয়ে নামটি ধরে ডাকি
বরষা চোখে ফিরলে তুমি ভেজা দুটি আঁখি
মনে ভাবি ঝরুক বাদল অসীম দিনের শেষে
দুষ্টু চোখে দেখব বাদল তোমায় ভালোবেসে।