বৃষ্টিরানী ভুলেই গেছি তোমার চোখের সুর
তোমার সাথে কথা বলার একান্ত দুপুর।
আজ দুজনায় নেইতো কথা নেই প্রশ্ন মালা
হালকা কথায় কেটে যেত তোমার আমার বেলা।