বৃষ্টিরানি পদ্য লিখি তোমার কথা ভেবে
আমার সকল পদ্য কথা তোমার ঘরে নেবে!
জানি আমি তোমার ঘরে তুমিই শুধু সদ্য
তাইত আমি তোমার নামে লিখি অনেক পদ্য।
আজকে তুমি বাইরে গেছ আনারসের খেতে
সূর্য ওঠা সেই খুশিতে আঁচল ছিলে মেতে
আর যাব না তোমার ঘরে আজকে দিলাম আড়ি
আজকে না হয় বাড়ি ফিরো একটু তাড়াতাড়ি।