আজকে আবার দেখা হল একটি বছর পর
প্রথম শুধু দেখেই নেওয়া নীরবে উত্তর;
শীতের সকাল ফুল বাগিচায় প্রশ্ন সারিসারি
এই সকালে দেখাই হয়, আজ বারোই জানিয়ারি।
তুমি আসো তোমার কাজে আমি আগের মতো
এক চেহারা এক সে দ্যুতি স্বপ্ন অবিরত।
আমার চোখে দেখেই তুমি প্রথম কেমন হাসো
আজও বুঝি তুমি আমায় একই ভালোবাসো।