আজকে আবার বৃষ্টিরানি শীত বিকালে একা-
শিশুর মতো জড়িয়ে আছ শিশুর মতো থাকা;
সারা গায়ে জড়িয়ে আছ অনেক উলের ঢেউ
আমি তোমায় ঠিক দেখেছি আর না দেখুক কেউ।
বৃষ্টিরানি আজকে জানি শীত পড়বে খুব
শীতের আদর মেখে তুমি শীতের ঘরে ডুব;
আজকে দেবে দুয়ার এঁটে জানালা খোলা মন
আদর মাখা একলা শীতে তোমার আলাপন।
আমি জানি বৃষ্টিরানি অনেক কথা বুকে-
তাওতো জানি এই বিকালে আছ তুমি সুখে!