অবশেষে তুমি দেখা করে গেলে
আমার একার ঘরে,
সেদিনের কথা সব মনে পড়ে
অনেক দিনের পরে।
চেনা মুখে সেই চৈত্রের হাঁসি
পাতা ঝরা বলাকায়
তোমার চোখের চেনা রোদ্দুরে
বেলা শুধু বয়ে যায়।
আজ শুধু ভাবি অজানার ঢেউ
কোন দিন হবে শেষ
আমার ফাগুন একেলা কেদেছে
লিখে রাখি শেষমেশ
যাবার কালেতে আমার নয়নে
দিয়ে গেছ শেষ হাসি
বলিতে পারিনি আবার ফিরিয়া
তোমাকেই ভালবাসি।