বৃষ্টিরানি আজ ডেকেছ চোখ ইশারা করে-
শীতের রোদে তোমার ঘরে সকালবেলা ধরে
সেই ঘরেতে শীত পড়েছে অনেক দিনের পর
শীত ফুরোলে আমরা আবার আছি পরস্পর।
শীত পড়াতেই বুড়িয়ে গেছ কেমন জুবুথুবু
শীতের দিনে বৃষ্টি এলে আবার তুমি কাবু;
তোমার ঘরে সবই ভেজা রোদ উঠিবে ঢের-
তুমি আবার ছাদে যাবে আগের মতো ফের।
আবার এসো কথা বোলো বিকাল বেলার কালে
ছাদে এসো হবেই দেখা কাপড় শুকালে।