সখের পারফিউম
তুলোশী চক্রবর্তী
________________
তোমার সখের পারফিউম যেটা
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোশাকে আমার
সেই পোশাকটি এখনো
বুকে জড়িয়ে নেই বারবার,
কলেজের ক্লাসরুমে
কিংবা ভিড় রাস্তায়
সেই ঘ্রাণ মনে করিয়ে দেয়
তুমি রয়েছো আমার আত্মায়।
মায়ের শাড়ির আঁচল
যেমন পরিচিত
সেই ঘ্রাণ আমায় করে তুলে
ততটাই বিমোহিত,
ঘ্রাণে ডুবে তোমাকে
পুনঃপুনঃ পাই
ভালোবাসার সেই ঘ্রাণে আমি
মাতাল হয়ে যাই।
ধুয়ে দেইনি পোশাকটি
রেখেছি সযত্নে
কারন আমি মাতাল হতে চাই
ভালোবাসার ঘ্রাণে।