স্বাগত
তুলোশী চক্রবর্তী

এসো এসো হে বন্ধু
এসো হয়ে শুভ অতিথী,
কবে হয়েছিল মোদের পরিচয়
ভুলে গেছো? কিবা তাতে ক্ষতি,
হে বন্ধু, তুমি এসো হয়ে শুভ অতিথী,

ফুলেরা যেমন হয় নিজ থেকে সুবাসিত,
সেভাবেই মোদের গৃহে তোমাকে স্বাগত,
আকন্ঠ নেশা তে আমি এতকাল ছিলাম হয়ে অসাড়,
তোমারি কথাতে আজ জীবিত হলাম আবার,

যতটুকু উৎসাহ আর পরামর্শ দিয়েছো আমাকে
যেতে পারব এগিয়ে আমি যদি থাক তুমি সাথে,
বেদনার ঘোরে আর নয় অচেতন,
বন্ধু তুমি পাশে আছ তাই জেগেছে হৃদয় স্পন্দন,

শুধু একটি জনম রেখো তোমার বন্ধু করে
শুধু একটি কথা দাও কখনো যাবেনা বন্ধুত্বতা ছেড়ে,
আমি যে দেখছি চারিদিকে নেই মানবতা
তবুও একেবারে নিশ্চুপ বিধাতা,

তাই এতোকাল আবেগ গুলো ছিলো নেভানো
শীতের গাছের পাতার মতই একেবারে শুকনো,
অমলিন হয় যদি মোদের সখ্যতা
তবে লেখালেখিতেই ভাঙ্গবে মোর রাত্রির নীরবতা,

নদী চলছে যেমন বহমান স্রোতে,
আমিও লিখছি কবিতা
তোমাকে স্বাগত জানাতে।