প্রকৃতি
_তুলোশী চক্রবর্ত্তী,
প্রকৃতির যে কোনো রুপ আমি বড়োই ভালোবাসি,
তা হোক না বর্ষার দিন অথবা জোৎস্না রাত্রি,
সে হোক ভীষন ঝোড়ো শীতল বাতাস,
বা মেঘে ঢাকা কাজল কালো আকাশ,
হোক সে কোনো ধংসাত্মাক মোহনা,-
অথবা নীল আকাশের রামধনুর আল্পনা,
নয়তো নির্মল আকাশ, ঐ গিরি মরু প্রান্তরের,
কিংবা সূর্য্যের সোনালি কিরন ছটা,স্নিগ্ধ দুপুরের,
নয়তো উত্তরায়ণের লক্ষ লক্ষ তাঁরা ঘেরা মধুর যামিনীর ,
অথবা সবুজ আঙ্গিনা ,এই অবনীর,
প্রকৃতির অসংখ্য রুপ দেখার তরে,ভ্রমি আমি এ প্রান্তরে ও প্রান্তরে,
কখনো হয়তো ঘন অরন্য মাঝারে,
আর সর্বদাই অবনত শিরে ,
প্রনাম জানাই প্রকৃতির দেবিরে,
মাগো অন্ন জল ,বসন দিয়ে মিটাও যাদের আশ,
তারা মুর্খের মতো তোমার করে সর্বনাশ,
গাছ কেটে অট্টালিকা গড়ে,তোমার সবুজ ক্ষয় জীর্ণ দেহের জন্য দায়ি আমরা,
ওহে,জনগন ,সবাই মিলে জাগো তোমারা,,
জননী আমাদের সবার,
তাই সবাই মিলে করতে হবে প্রতিকার,
অনল রুপ আকাশ বাতাস হয় যখন গ্রীস্মকালে,
নিশ্বাস নিতে কষ্টের দরুন,মরন তখন ভালে,
তখন হিয়ার মাঝে প্রশ্ন জাগে করুনসূরে,
সারাবছর বৃক্ষরোপন কেনো করলাম নারে??
প্রকৃতির সেবা না করায় তখন আফশোস হয় বারে বারে।