নতুন ঠিকানা
তুলোশী চক্রবর্তী
দিন আমার কাটে নারে
কৃষ্ণ নাম বিনে
অন্য কথা লাগেনা ভালো
কৃষ্ণ আমার প্রানে মনে।
মাতৃগর্ভে তার সনেতে
জানিনা কি হয়েছে কথা,
জন্মনিয়ে ভূলে গিয়ে তারে
আমি দিয়েছি যে ব্যাথা,
অভিমানে আছে বুঝি
ডাকলে ফিরে না তাকায়,
একটা সময় ডাকতো আমায়
বনে বাদাড়ে স্তোৎস্নায়।
হতে চলছি শহর বাসী
কোথায় পাবো নির্জন
মনে মনে হবে কি আর
প্রভুর সাথে আলাপন।
পাখিরা কি আসবে আমার
নতুন বাড়ির ছাদে
সবুজেরা ডাকবে কি আর
হাতছানি দিয়ে কদিন বাদে,
আর কি আমি জানলা খুলে
পারব দেখতে মুক্ত আকাশ
চাঁদ তারারা ঘুরে বেড়ায়
যেথায় বারো মাস।
কৃষ্ণ থাকে মুক্ত মনে
মুক্ত আঙ্গিনায়
সে কি যাবে আমার সাথে
নতুন ঠিকানায়।