নবান্নের সুখ
তুলোশী চক্রবর্তী
পাকা ধানে ভরেছে মাঠ
ফুটেছে হাসি গ্রাম্য বধূর মুখে,
সোনা ধানে ভরছে গোলা
থাকবে এবার সুখে,
হবে সোনালি ধানের
পিঠে পায়েস
জমবে আড্ডা
মিঠেল রোদে বসে,
তার সাথে থাকলে আরো
জিভে জল খেজুর রসে।
উমনো ঝুমনো কইরে তোরা
আয় মা ইতু ভরছি সরা,
বাপের বাড়ি আসলি বলে
থাকিস না এতো মনমরা।