মনের পাখি
তুলোশী চক্রবর্তী
নিজেকেই বন্দি করেছি কারাগারে
মনের পাখিকে মুক্তি দেওয়ার পরে,
যা পাখি উড়ে যা, তুই উড়ে যা
আমার একাকিত্বের অন্ধকার ভুবনে আর রাখিস না পা,
ভুলটা যে ছিল শুধুই আমার তা আমি জানি,
মরুভুমির বালুচরে আমি ব্যর্থ জোগাতে তোর খাবার পানি,
আদরে রাখলেও তোর যে আমার মনের বদ্ধ খাঁচা লাগেনা ভালো
তোর তো ভীষণ প্রিয় মুক্ত আকাশের আলো।
আমি না হয় চুপ থাকি তোর মায়া মমতায় ঘিরে
কষ্ট পেতে তুই আসিস না আর ফিরে,
নরম কাদা পুড়ে ইট হলে বল ?জলে কভু কি গলে?
আমার কোমল মন একদিন হয়ে যাবে কঠিন শত আবেগেও আর হবে না মলিন,
ঘৃতাহুতি দিয়ে যা তুই আমার বুক ভাঙ্গা ব্যাথায় ,
জানাতে ভুলিসনা যেন তোর সুখের বিদায়।