কৃষ্ণ বিরহে
তুলোশী চক্রবর্তী
বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ গেলো যেদিন চলে
সেদিন থেকে রাধারানির জীবন গেলো দুঃখানলে,
মানে অভিমানে বছরকতো একাই কাটে রাধার
তবু কৃষ্ণ বিনা লাগে যেন সবকিছুই আধার,
আশায় আশায় দিনকতো এভাবেই যায় চলে
রাধে তবু অপেক্ষায় চেয়ে থাকে কৃষ্ণ আসবে বলে,
"কৃষ্ণ কোথা,কৃষ্ণ কোথা "বলে রাধারানি কাঁদে
আলুথালু বেশ রাধার কেশ না বাঁধে,
মনেতে নেই সুখ ,বলবে কারে বলো?
অন্তরযামী সব জেনেও দেখা না দিলো,
কপালেতে করাঘাত করে বলে হায়!হায়!
কেনো বোঝোনা প্রিয়, বিরহে প্রান মম বাহিরায়,
বাববার উঠে বসে, মন না হয় স্থির
শুধু স্মৃতি রয়ে যায় ,মনে বিঁদ্ধ তীর,
আমৃত্যু চলে গেলো কৃষ্ণ না ফিরে
দেখা না হয় আর সেই কৃষ্ণেরে,
মনকে কতো প্রবোধ দিল তবু মন না মানে
একদিন স্থির করে যাবে কৃষ্ণ স্বনি্ধানে,
আর কতো অপেক্ষায় রবে যমুনার তিরে,
একসময় গেলো রাধে দ্বারকা নগরে,
আবার হলো চোখে চোখে দেখা,অভিমান ভঞ্জন
চিরসুখি সেদিন রাধে বিলিন হয়ে কৃষ্ণ আত্মায় হল নিরঞ্জন।