কালার সন্ধান
তুলোশী চক্রবর্তী
আম বাগানে কোকিল ডাকে
কুহু কুহু টানে
মনটা আমার অনুগত
সোনা রোদের গানে।
চোঁখ বুলিয়ে বাগানময়
ঘুড়ে বেড়াই যত
কুহু ডাক না শুনলে
প্রানটা ওষ্ঠাগত।
কুহু ডাকে শুনতে পাই
শুধুই কালার নাম
তাইতো আমি ছুটে আসি
যেথায় বাগান ভরা আম।
কালার দেহ কালী যেমন
কোকিলেরো তাই
তাইতো আমি কুহুর সাথে
বন্ধুত্বতা পাতাই।
বনের ধারে গলির পাশে
ছোট্ট একটা পুকুর
বন্ধু সেথায় আসে আমার
যখন পার হয়ে যায় দুপুর।
গাছের ডালে বসে বন্ধু
শুধুই গাহে কুহুকুহু গান
আমি নদীর তীরে একলা বসে
বৃথাই করি কালার সন্ধান।