জীবের জীবন
তুলোশী চক্রবর্তী
যেদিকেতে চাই আমি
শুধুই দেখি তারে
তিনি যে আমার হৃদয় মাঝে
আকাশ পাতাল জুড়ে,
আকাশের নব মেঘের মতো
গায়ে শ্যামল কান্তি তার
ও তার হাঁসির আভায়
চাঁদ ও মানে হার।
বন্যফুলের মালা খানি
হাওয়ায় গলায় দোলে
পীত বসন গায়ে তার
তারার মতো জ্বলে।
ভক্তপ্রাণধণ তিনি
তিনি যে জীবের জীবন
তারে বিহনে শুন্য হেরি
বিচিত্রময় এই ভুবন।