দোহাই_তুলোশী চক্রবর্তী
বলছি কেষ্ট একটা কথা
একটু যদি সময় রয়
সেই ফুলটি করো আমায়
যা তোমার পায়ে অর্পিত হয়।
সেই পুজোর ধূপধুনো
করে দিও আমায়
যার ধোঁয়া তোমার
চারপাশেতেই ঘুরে বেড়ায়।
ধূপ হতে চাই দীপ হতে চাই
চাই হতে তোমার পায়ের নুপুর
তোমার চরণ জড়িয়ে দিবানিশি
থাকবো মনের আনন্দে ভরপুর।
যুগ যুগান্তে আমি তোমার
পায়ের কাছেই থাকতে চাই
ছিন্ন আমায় করো না প্রভু
স্বয়ং তোমার দোহাই।
আমি জানিনা কোথায়
থাকো তুমি? কোন ভুধরে?
হে অন্তরযামী যেথায় থাকো
নিয়ে যেয়ো তুমি আমারে।