কোচবিহার রাজবাড়ি
তুলোশী চক্রবর্ত্তী
কোচবিহার আমার প্রানের শহর,আমার জন্মস্থান
আসতে পারো একবার করছি আহ্বান,
তোর্সা নদীর কোল ঘেষে-
অতীব সুন্দর দর্শনীয় রাজবাড়িটি,নিভৃতে দাড়িয়ে আছে,
সবুজ ঘাসে ঘাসে সেখানে মাঠ একাকার
সবুজ পরশ মনে চেতনা জাগায় নতুন করে বাঁচবার,
রং বেরঙ্গের কতো ফুল ফুটে আছে এপাশে ওপাশে
দেখি বারবার ,জীবনের কন্টকময় পথ চলার পথে,
সৌন্দর্য়রুপে পুলকিত হৃদয়ের উচ্ছাসে
মনে হয় এসেছি কোন নাম না জানা রুপকথার দ্বীপদেশে,
ধনের লালসা নেই আমার মনে
শুধু প্রকৃতির সান্নিদ্ধ্য পেতে চাই প্রতিক্ষণে,
ইচ্ছে হয় থেকে যেতে নিশ্চল প্রানবন্ত মাঠের ঘাসে
ক্যানভাসের আঁকা ছবি না হয়ে পুস্পে পুস্পে ঘুমাতে,
ভাবি মনে পাখি হয়ে উড়ে যাই ঐ স্বচ্ছ আকাশে
মন চায় রাজকন্যা হয়ে এই দীঘির জলে পা দোলাতে,
এখনো যে ভাবে রাজবাড়ি দাড়িয়ে আছে কালের ধারায়,
সেভাবেই রাখতে চাই মনের ডায়রির পাতায় পাতায়।