চাঁদের কাছে
তুলোশী চক্রবর্তী
নিশিথে তারাদের সাথে বসে
প্রতিরাতে সুধাই চাঁদের কাছে,
বার্তা কিছু বল আমায়?
জনার্দন কেমন আছে?
তুমি ছাড়া প্রিয় বন্ধু
আর কেউ নাই
তাই তো হে চাঁদ
তোমারে সুধাই।
চাঁদ বলে_
শঙ্খ,চক্র,গদা,পদ্ম ধারী
চারটি বাহু তিনি যে অনন্ত
তার সমান কে বা আছে
আর এতো মহা বলবন্ত।
তুমি যদি সদা তারে রাখো
তব মনের কারাগারে,
অন্তিমেতে যেতে পারো
তবে সে প্রভুর দুয়ারে।
দেবগন ,মুনিগন যারে
খোঁজে দিবারাত্র,
তার খোঁজ যদি চাও
তারে করো তবে আরাধ্য।