কবিতা বাস্তব ও স্বপ্ন (2)
কবি তুলোশী চক্রবর্তী
কোন ঘাটে যে যাবো আমি
স্থির করিনি মনে
বাস্তবের বেড়াজালে প্রিয় রে
দেখা হবেনা আর এ জনমে।
বাস্তব নিষ্ঠুর,স্বপ্নই ভালো
স্বপ্ন অস্বিকার করেনা তার অস্তিত্ব
ভুবন মাঝে সেই মুখটাকেই
হৃদয়ে দিয়েছি চির স্থায়িত্ব।
নিল আকাশের সবটা জুড়ে
ছড়িয়ে দিয়েছি তাকে
সে যে আমার গভীর মনে
লুকিয়ে আছে আঁকে বাঁকে।
সেই পেচুই আমার মনে
না বুঝে বিধলো বান
প্রাক্তন ই তার প্রিয় বড়?
শুনে আমিও হয়েছিলাম খানখান।
মুক্ত আজ তুমি আমি
মুক্ত তোমার ভাবনা
এ জীবনে তোমার ভালোবাসা পাওয়া
আমার আরতো হলো না।
ঝর্ণার স্বচ্ছ জল বহে যেথায়
চলোনা স্বপ্নে সেথায় যাই
হাতে হাত কাঁধে কাধ রেখে
বসে কিছুক্ষণ চির শান্তি পাই।
তোমার প্রানে লুকিয়ে রাখা
যত প্রেমের গান
সব তুমি শুনিও আমায়
উজার করে প্রাণ।
তোমায় নিয়ে কাব্য শত
লিখবো মনে মনে
বিচ্ছেদ সেথায় হবেনা মোদের
মৃত্যুর পরেও অন্তিম দিনে।
আমায় যদি কবি বলো
জেনো তুমি কবির প্রাণ
এতই মহান মানব তুমি
তাকেই ঘৃণাক্ষরে করেছো দান।
তবে তুমি আধার রাতে কাঁদো কেনো?
থাকো না বড় বেশ
সারা জীবন পড়েই আছে
তোমার হয়নি কিছু শেষ।
রোজ প্রভাতে দুহাত তুলে
বলি প্রভুর কাছে?
তাকে তুমি ভালো রেখো
যে কথা দিয়ে ভূলে গেছে।