বড়দিন
তুলোশী চক্রবর্তী
_____________
পঁচিশে ডিসেম্বরে
যীশুখৃষ্টের জন্মদিন
গীর্জায় গীর্জায়
খ্রিষ্টানেরা প্রার্থনায় লীন,
বিশ্বে দিনটি আবার আনন্দের
উৎসবের শুভবড়দিন
কেক কাটে নাচে গায়
সাজসজ্জায় তাধীনাধীন,
সাদা লাল পশমের
টুপি ও পোশাক গায়ে,
কোমরেতে কালো বেল্ট
আর কালো বুট জুতো পায়ে,
দুধ সাদা গোঁফ আরো
উপহারের এক ঝোলা কাঁধে,
স্যান্টাক্লজ আসে সেদিন
আনন্দে মাতে শিশুদের মধ্যে,
তার ঠোট ভরা হাসি
আর চোখে থাকে চশমা,
স্যান্টা দাদুর সাজের
হয় নাকো কোনো উপমা,
কতো শতো ভবন সেদিন
থাকে আলোয় শোভিত,
ক্রিসমাস বৃক্ষ থাকে
পাশে সুসজ্জিত,
এমন সুখের দিনেও
বহু শিশু কেনো থাকে বিন্নানে?
কারন কোনো স্যান্টা আজো
বিশ্বে আসেনি তাদের জন্যে।