অপদার্থ মন
তুলোশী চক্রবর্তী
পাষাণেরে মন দিয়ে
হয়োনা গো সর্বশান্ত,
বরফ গলে সাগর হবে
তবু পাষাণ গলবে নাতো।
পাষাণ শুধু বাড়িয়ে যাবে
তোমার মুক্ত মনের যন্ত্রনা,
অবহেলে চলে যাবে
তারে তুমি আর ডেকোনা।।
তিলেক দয়া নেই পাষাণের
মনে তিলেক দয়া নেই
তোমার নয়নে দেখলে অশ্রু
মুচকি হাসবে সেই।
কার মনেতে কি যে আছে
হে হরি,বোঝা যে না যায়_
স্নেহভরে ডেকে কেউ
অঘোরে কাঁদায়।
যে তীর বিঁধে চলে যায়
তবু মন তার পানে ধায়
এ অপদার্থ মন আমার
রাখি যে কোথায়।।