অমানবিক
তুলোশী চক্রবর্ত্তী
ছোট বড়ো চৌরাস্তার মোড়ে,
কিংবা লোকালয়ের ভীরে,
হয়তো বস্তিতে বা নগরে,
নয়তো রেলরাস্তার পাশে বা হাটবাজারে,
কতো মানুষ উঠছে বেড়ে,
জীবন তাদের শুধু অবহেলায় ভরে,
কেউ কখনো রাখেনা তাদের খোজ,
তারা ডাস্টবিন ঘেটে খায়দায় রোজ,
তারা দরিদ্র,অসহায়, সম্বলহীন বলে,
এই সভ্যতা তাদের এড়িয়ে চলে,
পাগলা পাগলি আখ্যা পেয়ে প্রতিদিন,
এভাবেই বাঁচে তারা দিনদিন,
একটি ছিন্ন বস্ত্রে শীত,গ্রীস্ম, বর্ষা যাদের কাটে,
একটু খাবার জন্য তারা দিনরাত খাটে,
ধনীর ঘরে কতো অন্ন হয় নয়ছয়,
একমুঠো এরা পায়না,কারন মনুষত্যের পেয়েছে লয়,
মানবিকতা কোথায়? যার মানে মনুষ্যচিত
যা সৃষ্টির কল্যানে নিহিত,
চারিদিকে অমানবিকে মজেছে,
তাদের স্বাভাবিক গুনগুলো বিগতো হয়েগেছে,
মানবতার জন্ম এখন কোথাও দেখাই না যায়,
কারন তারা মজেছে অমানবিকতায়।।