অগ্নিগর্ভ প্রেম
তুলোশী চক্রবর্তী
প্রেম আজ অগ্নিগর্ভ মারামারি
অবিচারে প্রেমের মহাপ্রলয়
ভালোবেসেও যাচ্ছে প্রাণ
প্রেম যে আজ ছলনাময়,
চায় না কেউ আজ
হার মেনে দমে যেতে
তাই হঠাৎ জীবন দিতে হয়
মুখোশধারী প্রেমিকের হাতে,
কোন একদিন যার
মিষ্টিকথায় প্রেমেপড়া
সময় এলেই বোঝা যায় কে কোন
আগ্নেয়গিরির লাভাস্রোতে গড়া,
কিছু প্রেমে ব্যর্থতা
শুধুই অজুহাতে
কিছু আবার বারুদের তেজে
নয়তো উভয়ের স্বভাবে
কিছু মানুষ অর্থ লোভি
অন্তর যেনো আগ্নেয় পাহাড়
কেউ আবার পশুসম
মানুষই যার আহার,
আজ মন খুঁজে পাওয়া
অগ্নি স্ফুলিঙ্গ ধরার মতোই দুস্কর
রাজনীতি অর্থনীতিতে
কল্পনাতীত প্রেমে আজ কবর।