উদ্বায়ী
অমিতাভ ভট্টাচার্য

অনেক কষ্টেসৃষ্টে,
অনেকগুলো দুর্দিন মাড়িয়ে
খানিকটা সুসময় জমিয়েছিলুম।
তোমার সঙ্গে গেলুম সমুদ্র দেখতে,
একটি ঢেউয়ের মাথার ফেনা
দেখলুম তোমার পাশে বসে।
ব্যাস, খরচ হয়ে গেল
আমার সমস্ত সুসময়।

অনেকগুলো বিকেল ধরে
লুকিয়ে চুরিয়ে
জোগাড় করেছিলুম খানিক
কমলা রঙের রোদ।
কাচের জারে
যত্নে রেখেছিলুম সেই আলো।
হঠাৎ এক অন্ধকারে
তোমার মুখ দেখতে চাইলুম,
কয়েক পলক মাত্র,
ব্যাস, পুড়ে ছাই হলো আমার
সঞ্চয়ের কমলা রঙের রোদ।

অনেকগুলো নিষ্ঠুর গলি পেরিয়ে
মৃত্যুর উপত্যকা পার হয়ে
বুকের ঠিক মাঝখানে পুষেছিলুম
একটু ভালোবাসা।
এমনই এক থমথমে দিনে তুমি এলে,
দাঁড়ালে সামনে,
হাসলে চোখে রেখে চোখ।
ব্যাস, নিমেষে নিঃস্ব হলো
আমার বুকের সমস্ত ভালোবাসা।