তুমি যখন
অমিতাভ ভট্টাচার্য
তুমি যখন মাতাল করা নেশা
তুমি যখন শাল পিয়ালের বন
তুমি যখন রাতের সহচরী
তুমি যখন শুধুই অবুঝ মন।
তুমি যখন নীল পালকের পাখি
তুমি যখন সহ-নভশ্চর
তুমি যখন অতল চোরাবালি
তুমি যখন বুকের মাঝের ঘর।
তুমি যখন ধরাছোঁয়ার মাঝে
তুমি যখন হারানো এক দেশ
তুমি যখন ঠিকানা এক চেনা
তুমি যখন হয়েছ নিরুদ্দেশ।
তুমি যখন যত্নে লেখা চিঠি
তুমি যখন অন্ত্যমিলের খেই
তুমি যখন সরগমেতে সাধা
তুমি যখন সুরেতে বাজবেই।
তুমি যখন অনেক দিনের পর
তুমি যখন অন্যরকম কেউ
তুমি যখন আলোকবর্ষ দূরে
তুমি তখন শুধুই স্মৃতির ঢেউ।