ঠিক হবে তা-ই
অমিতাভ ভট্টাচার্য
এখানেই ভালোবাসা ছিল,
ছিল প্রেম ।
দয়া ক্ষমা করুণার
নিকষিত হেম ।
এ মাটিতে ফুল ছিল,
গাছে গাছে পাখি--
নরম সকালবেলা
সে কী ডাকাডাকি ।
এখন ঘোলাটে রোদ,
শকুনেরা ওড়ে--
মানুষেরা পিছু পিছু
শেয়ালেরা ঘোরে---
মৃতের পদবি আগে দেখে নেওয়া চাই
অশ্রু না উল্লাস, ঠিক হবে তা-ই ।
অভাব তখনও ছিল,
ঘেন্নার চারা--
আলো জল না পেয়েই
মনে যেত মারা ।
তখনও ধুই নি হাত
বিভেদের বিষে,
শিখেছি কেমন করে
বাঁচা মিলে মিশে ।
এখন তো আড়াআড়ি ভাগ
মাঝের দেওয়াল জুড়ে
রক্তের দাগ ।
জীবন্ত মানুষের জাত জানা চাই,
মানুষ ভাবব কি না, ঠিক হবে তা-ই ।