রঞ্জন
অমিতাভ ভট্টাচার্য

হিচককের সিনেমার শেষদৃশ্যে
মুখ্যচরিত্রর মতো
তুমি টেলিফোনের ডায়াল
ঘুরিয়েই চলেছো
ওপারে কোনো সাড়া নেই।
তুমি চিৎকার করে
সবাই কে ডাকছ
কেউ উত্তর দিচ্ছে না।
তুমিই পৃথিবীর একমাত্র
বেঁচে থাকা মানুষ।

পৃথিবী আছে
একটা গোটা সভ্যতা আছে
নিষিদ্ধপুরী আছে
রাজা আছে, ৩৯-এর খ-য়েরা আছে
ধর্ম আছে, পুরোহিত আছে
অতি উৎপাদন আর
সাম্রাজ্যবাদ আছে
কিন্তু কোনো জীবিত মানুষ নেই।

মাঝে মাঝে কেবল
স্বপ্নের মতো মনে হয়
কিশোর ছুটে চলেছে রক্তকরবী হাতে
আর চেঁচিয়ে বলছে,
"নন্দিন, তোমার রঞ্জন আসছে,
তোমার রঞ্জন আসছে"।