নিখাদ
অমিতাভ ভট্টাচার্য
পুরনো তুমি প্রতিটি দিনের শেষে
কীভাবে যেন নতুন হয়ে ওঠো
পাপড়ি ঝরা ফুলের ভেতর থেকে
কীভাবে যেন কুসুম হয়ে ফোটো ।
কখনও তুমি ঘরেতে মানানসই
কখনও তুমি আকাশে পরিযায়ী
কখনও তুমি একলা জ্বলা আলো
কখনও তুমি প্রেমেতে আশ্রয়ী ।
প্রথম দেখার সেই যে রোমাঞ্চটি
এখনও কেন হলো না অভ্যেস?
প্রতিটি রাতে আবার তোমায় জানা
তবুও চেনা হয় না কেন শেষ?
কোথাও কোনো আবডাল নেই তবু
তোমায় জানা তবুও থাকে বাকি
প্রতিটি পলই তোমার সঙ্গে তবু
প্রতিটি দিনই নতুন সুবাস মাখি ।
কখনও তুমি শান্ত সাগর যেন
কখনও তুমি খরস্রোতা ঝোরা
কখনও তুমি বন্য কোনো ফুল
কখনও আবার সাজানো এক তোড়া ।
আসলে তুমি কল্পনা এক যেন
আসলে তুমি সত্যি কিছু নও
নিখাদ কোনো ভালোবাসায় গড়া
নানান রঙে মনের মতোন হও ।