নষ্টচাঁদ
অমিতাভ ভট্টাচার্য
আকাশভরা জোছনা দেখে
নষ্ট চাঁদের কষ্ট হয়?
স্রোতের দিকে তাকিয়ে থেকে
চরার বুকে কী সংশয়?
অন্য কারুর বক্ষে তোমায়
দেখতে লাগে মন্দ না,
আমার জন্যে আঘাত থাকুক
আমার জন্যে যন্ত্রণা ।
ঝোড়ো হাওয়ার মুহূর্তরা
মিলিয়েছিল দিনান্তে
আমায় শুধু ধ্বংস দিয়ে
ফিরলে নিজের সীমান্তে ।
সবটুকু রোদ কাড়লে মুছে
রামধনুকের কল্পনা,
আমার জন্যে রাতের আকাশ
আমার জন্যে যন্ত্রণা ।
ধূসর জীবন অসাড় আশায়
ক্ষয়ের আগুন অনির্বাণ
বেঁচে থাকার মানে এখন
জীবনজোড়া বিনির্মাণ ।
তোমায় চাওয়ার আকাঙ্ক্ষারা
আজও আমার অল্প না,
আমার জন্যে দহন শুধুই
আমার জন্যে যন্ত্রণা ।