কোয়ারেনটাইন
অমিতাভ ভট্টাচার্য
সঙ্গে তোমার এই ব্যবধান
ক্ষণস্থায়ী জানি,
তোমার ঘরের সিলিংটি হোক
রোদ ভরা আসমানি।
মানছি খানিক অসময়েই
এল বিকেল নেমে,
আইসলেশন পর্ব এখন
পূর্বরাগের প্রেমে।
তুমি বরং দেওয়াল জুড়ে
কল্পনা দাও এঁকে
ইঁট কংক্রিট পাঁচিলগুলো
গান দিয়ে দাও ঢেকে।
দেওয়াল জুড়ে শান্ত নদী
ঘন সবুজ বন
কখন আবার পাহাড় চূড়া
যেমনটি চায় মন।
কিংবা হঠাত্ ভাবতে পার
শুধুই আমার কথা
যদিও কথা এখন নিষেধ
শুধুই নীরবতা।
ফোনে তোমার শুনতে কথা
আমার ভারী ভয়
যন্ত্র থেকে বেরনো স্বর
ঠিক তোমারই নয়।
আমার মনের পর্দা জুড়ে
শুধুই তোমার চোখ
বলছে যেন আকুল হয়ে
আবার দেখা হোক।
দেখা হওযার জো তবু নেই
বড্ড কড়া আইন,
মনে তুমি আমার পাশেই
দেহ কোয়ারেনটাইন।